একা একা চলেছি এ পথ মনে মনে জ্বেলেছি শপথ এখন আমি বিদ্রোহী এখন আমি আর নই অভিমানী দুঃখের ই মেঘ দেখে ঝড় ওঠে এই অন্তরে খেদ যত ভেদ তত শেষ হল যে সেই ঝড়ে সব কিছু আমি শেষ করেছি আজ এখন আমি বিদ্রোহী এখন আমি আর নই অভিমানী সাজানো ফেরানো ঝড়ভাঙ্গা এই পথটাকে সাজাতে এ জীবন ঘর ফেরা ওই পথ ডাকে প্রত্যাশা নিয়ে এবার চলেছি আজ এখন আমি বিদ্রোহী এখন আমি আর নই অভিমানী বাংলা ব্যান্ড এর কিংবদন্তী ফিডব্যাক ব্যান্ড।